Logo




শাজাহানপুরে ট্রাক চালককে আটক করে মাদক মামলায় চালান

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বুধবার, ৮ আগস্ট, ২০১৮

মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার: বগুড়া শাজাহানপুরে শাহীন প্রামাণিক(২৫) নামে এক ট্রাকচালককে আটক করে মাদক মামলায় চালান দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সে উপজেলার বেজোড়া পূর্বপাড়ার মৃত মোস্তফা প্রামাণিকের পুত্র।
জানাগেছে, উপজেলার হেলেঞ্চাপাড়া বন্দর থেকে বাড়ি ফেরার পথে বেজোড়া বাশিপাড় থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় শাহীন প্রামাণিককে আটক করে কৈগাড়ি ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। পরবর্তিতে ৩০পিস ইয়াবার মামলা দিয়ে আজ বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে শাহীন মাদক ব্যবসায়ী না এমন দাবি করছেন তার স্বজন ও এলাকাবাসী।
শাহীনের চাচা দুলাল হোসেন জানান, শাহীন মাদক ব্যবসা করেনা। সে পেশায় ট্রাকচালক। শাহীনের আটকের খবর পেয়ে কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে গেলে তাকে জানানো হয় তার ভাতিজাকে ৩০পিস ইয়াবার মামলা দেওয়া হয়েছে।
ওই এলাকার স্থানীয়রা জানিয়েছেন, শাহীন মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত নেই। এভাবে ধরে নিয়ে গিয়ে মাদক মামলা দেওয়ার ঘটনায় তারা অবাক হয়েছেন।
শাজাহানপুর কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই। টিএসআই গোলাম মোস্তফা বিষয়টি জানেন।
কৈগাড়ি পুলিশ ফাঁড়ির টিএসআই গোলাম মোস্তফা জানান, শাহীনকে ৩০পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com