মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার: সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান পরিচালনা, গ্রেফতারি পরোয়ানা তামিল, হত্যা মামলার ক্লু উদ্ধার সহ সার্বিক আইন- শৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় বগুড়া জেলার শ্রেষ্ঠ ওসি’র গৌরব অর্জন করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম। গত শনিবার বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ মাসিক কল্যাণ ও অপরাধ সভায় এ সম্মাননা স্মারকটি তুলে দেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম। একই সাথে বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি কতৃক প্রদত্ত আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ মাদার তেরেসো সম্মাননা স্মারক -২০১৮তুলে দেওয়া হয় তাঁর হাতে।
একই সভায় (জুলাই ২০১৮)’র জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তার সম্মাননা পেয়েছেন শাজাহানপুর থানার পুলিশ ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম আজাদ এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলার শ্রেষ্ঠ এসআইয়ের সম্মাননা পদক পেয়েছেন শাজাহানপুর থানার জাহাঙ্গীর কবির। সম্মাননা স্মারক প্রদানকালে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।