Logo




শাজাহানপুরে সড়কে ঈদের দিন ঝরে গেল মহিলাসহ ৩ জনের প্রাণ

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বুধবার, ২২ আগস্ট, ২০১৮

মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার: আজ বুধবার ঈদুল আজহার দিন সকাল সাড়ে ৬ টার দিকে বগুড়া শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া স্ট্যান্ডে বীপরিতমুখী যাত্রীবাহী আলহামরা বাস (ঢাকা মেট্রো ব ১৪-৮৬৩২) ও সিএনজি চালিত থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে থ্রি-হুইলারচালকসহ ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, শাজাহানপুর উপজেলার কাটাবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস প্রামাণিকের পুত্র আলীমুদ্দিন প্রামাণিক(৭০), খলিসাকান্দি গ্রামের বাচ্চু প্রামাণিকের স্ত্রী মঞ্জুয়ারা বেগম(৬০) ও মাঝিড়াপাড়া গ্রামের সামছুল হকের পুত্র থ্রি-হুইলার চালক শফিকুল ইসলাম(৪২)। নিহতরা সবাই থ্রি-হুইলারের যাত্রী। এ দুর্ঘটনায় আরেক থ্রি-হুইলারের যাত্রী খলিসাকান্দি গ্রামের আব্দুল খালেকের স্ত্রী মরিয়ম বেগম(৪০) আহত হয়েছেন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাজাহানপুর থানার এসআই সুশান্ত কুমার সাহা জানান. ঢাকা থেকে বগুড়াগামী যাত্রীবাহী আলহামরা বাসের সঙ্গে বগুড়া শহর থেকে শাজাহানপুর উপজেলার মাঝিড়াগামী যাত্রীবাহী সিএনজিচালিত থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে হাসপাতালে নেওয়ার পথে দুইজন এবং একজন বগুড়া শহীদ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। থ্রি-হুইলারের আরেক যাত্রী আহত অবস্থায় হাসপাতালে চিকিসাধীন রয়েছেন। বাসটি আটক রয়েছে। বাসচালক ও হেলপার পালিয়ে গেছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com