রবিউল ইসলাম বগুড়া থেকে নারীর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ বন্ধ এবং ইভটিজিং প্রতিরোধে বগুড়ায় অনুষ্ঠিত হলো জনসচেতনতা মূলক সভা।
আজ মঙ্গলবার সকালে শহরের তন্ময় কমিউনিটি সেন্টারে সভায় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার হেলেনা আক্তার,স্থানীয় কাউন্সিলর এবং মানবাধিকার কর্মী এবং শহরের ১০টি বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক নারী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সভায় আইসিটি’র কুফল বিভিন্ন দিক তুলেধরে বক্তব্য রাখা হয়। অভিভাবকরা তাদের মেয়েদের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার অঙ্গিকার করেন।