স্টাফ রিপোর্টার: গত ০৩ অক্টোবর, ২০১৮ বগুড়া সদর থানাধীন মালতিনগর এলাকার আঃ রহমানের ছেলে নাজমুল হুদা এর একটি লাল রংঙের পালসার ১৫০ সিসি মোটর সাইকেল তার নিজ বাসার সামনে থেকে রাত্রী ০৮.০০ ঘটিকার দিকে চুরি হয়। চুরির খবরটি জানতে পেরে শাজাহানপুর থানা পুলিশ তৎপর হয়ে উঠে। গতকাল রাতে ওসি জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম আজাদ ও এস আই রুম্মান হাসানের একটি চৌকস টিম নয়মাইল এলাকায় অভিযান পরিচালনা করিয়া মোটর সাইকেলখানা উদ্ধার করে। উক্ত সময় কুখ্যাত মোটর সাইকেল চোর রনি(৩৫) পিতা মোমতাজুর রহমান, গ্রাম-ফুলকোট মন্ডলপাড়া, থানা শাজাহানপুর, জেলা বগুড়া গ্রেফতার হয়।