স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশারসহ ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে ঢাকার মতিঝিল এলাকার স্থানীয় একটি হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্যরা হলেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আজমল হুদা শহিদ, যুবদলের সাধারন সম্পাদক সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক রিপন, যুবদলনেতা নেতা আবুল কাশেম, মঞ্জুরুল হক মঞ্জু ও মজনু মিয়া।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবায়দুল আল মামুন জানান, গতকাল মঙ্গলবার ১০ দিনের রিমান্ড আবেদন করে গ্রেফতারকৃতদের আদালতে পাঠনো হয়েছে।
শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, সোমবার বগুড়া গোয়েন্দা পুলিশ ও মতিঝিল থানা পুলিশের যৌথ অভিযানে মতিঝিল এলাকার স্থানীয় একটি হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার ছাড়া অন্য সবাই এজাহারভূক্ত আসামী। আবুল বাশারের নাম মামলার তদন্তে পাওয়া গেছে।