Logo




বগুড়ার শিবগঞ্জে সেপটি ট্যাংকির ভেতর থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

বগুড়ার শিবগঞ্জে সেপটি ট্যাংকির ভেতর থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে মোকাতলা ইউনিয়নের গণেশপুর হাফেজিয়া মাদ্রসার পুড়য়া ছাত্র হাসিবুল ইসলাম হাসিব (৮) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানাযায় বৃহস্পতিবার রাত ২ টার দিকে মাদরাসার সেপটি ট্যাংকির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হাসিব মোকামতলা ইউনিয়নের কাশিপুর দক্ষিন পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, গত বুধবার আসর নামাজ পর ঐ মাদরাসার মক্তব পড়ুয়া শিশু ছাত্র হাসিব কে খুজে পাওয়া না গেলে সন্ধায় এলাকায় মাইকিং করা হয়। পরে রাত ২ টার দিকে সেপটি ট্যাংকির ভেতরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে তার স্বজনদের ও পরে পুলিশে খবর দিলে শিবগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এব্যাপারে ওই মাদরাসার মুহতামিম মাওঃ আব্দুর রাজ্জাক জানান, দীর্ঘদিন সেপটি ট্যাংকটি খোলা থাকায় ছেলেরা ওই খানে খেলা ধুলা করে। খেলতে গিয়ে কুপে পড়ে তার মৃত্যু হয়েছে। অপরদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে এটা হত্যা কান্ড বলে দাবি করা হচ্ছে।
এব্যাপারে শিবগঞ্জ পুলিশ ইনচার্জ মিজানুর রহমান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য শমিজেকে পাঠানো হয়েছে এবং ময়না তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com