Logo




শাজাহানপুরে আ’লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : রবিবার, ৪ নভেম্বর, ২০১৮

শাজাহানপুরে আ’লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আরিফুর রহমান মিঠু: আজ রোববার বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বন্দরে বগুড়া শহর আওয়ামীলীগের ১৩, ১৪ ও ২১নং ওয়ার্ড কমিটি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু। বক্তব্যে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১০ বছরে মহাজোট সরকার শিক্ষা, বিদ্যুৎ, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র বিমোচন, মাদক নিয়ন্ত্রণসহ প্রতিটি ক্ষেত্রে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়া পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সমুদ্র বিজয়ের মতো দুর্লভ অর্জন বাংলাদেশকে বিশ্বের বুকে গৌরবান্বিত করেছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করা ছাড়া কোন বিকল্প নাই।
১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মুর্শিদুল আলম হিরু’র সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া শহর আওয়ামীলীগের আহ্বায়ক রফিনেওয়াজ খান রবিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, শহর আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দুল হাসান ববি, এ্যাডোসিন তালুকদার বাবু, শহর আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ শামীম, মিজানুর রহমান বকুল, জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সোহরাব হোসেন সান্নু, গাবতলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাজাহান আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কামরুজ্জামান মাসুদ, শাজাহানপুর উপজেলা শ্রমিকলীগ সভাপতি মতিউর রহমান টুকু, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন স্বপন।
আমন্ত্রিত অতিথি ছিলেন শহর আওয়ামীলীগ নেতা মহিদুল ইসলাম, আব্দুল খালেক, ডা. আব্দুল বাকী, রেজাউল করিম রতন, সাহাদৎ জামান নান্নু, আজিজার রহমান, সামছুল আলম, আলী হায়দার খান টিক্কা, স্বেচ্ছাসেবকলীগ নেতা হুমায়ন কবির শাওন, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক মিন্টু মিয়া প্রমুখ।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com