বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী জর্মান আওয়ামী লীগের উপদেষ্টা আসাদুর রহমান খন্দকার লাইজু । দুপচাঁচিয়ার ধাপেরহাট এলাকায় নৌকা মার্কার পক্ষে ভোট চেয়ে এক পথসভায় লিফলেট বিতরন করেন। পথসভা শেষে আওয়ামীলীগ সরকারের ১০ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলেধরতে প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম.সরোয়ার খান, মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তালোড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী রনি, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, তালোড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মানিক সরদার, তালোড়া পৌর শ্রমিকলীগের সভাপতি রিপন প্রামানিক, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান আতা, ছাত্রলীগ নেতা ওমর ফারুক সহ আরো অনেকে।