মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৭(শাজাহানপুর-গাবতলী) আসনে জাতীয় পার্টি (জেপি) থেকে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন জেপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়ার সভাপতি আবদুল মজিদ সরকার। গত বৃহস্পতিবার তিনি সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আবদুল মজিদ সরকার জানান, তিনি নির্বাচনী তফসিল ঘোষণার অনেক আগে থেকেই আসনটিতে ব্যাপকহারে গণসংযোগ করেছেন। মহাজোট থেকে মনোনয়ন পেলে তিনি বগুড়া-৭ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।