মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার: পেশাগত ক্ষেত্রে সব্বোর্চ দক্ষতা প্রদর্শন করায় আজ রোববার সকালে বগুড়ার পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(সার্বিক)’র সম্মাননা প্রদান করা হয়েছে। একই সঙ্গে শাজাহানপুর থানার রুম্মান হাসানকে শ্রেষ্ঠ এসআইয়ের(বিশেষ পুরস্কার) সম্মাননা স্মারক ও কনস্টেবল সোহেল রানাকে সঙ্গীয় ফোর্স হিসেবে নাশকতার আসামীকে হাতেনাতে আটক করায় বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম তাদেরকে এই সম্মননা স্মারক প্রদান করেন। এই সভায় চলতি বছরের অক্টোবর মাসের কার্যসম্পাদনের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ জনকে ক্রেস্ট এবং ১২ জনকে অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়াও ১৮ জন পুলিশ সদস্যকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।