স্টাফ রিপোর্টার: বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআইয়ের(নভেম্বর-২০১৮) পুরস্কার পেয়েছেন শাজাহানপুর থানার জাহাঙ্গীর কবির। আজ মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে চৌকস কার্য সম্পাদন ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়েছে। পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম তাকে এই সম্মাননা স্মারক প্রদান করেন। এ নিয়ে জেলায় তিনবারের শ্রেষ্ঠ এসআইয়ের পুরস্কার পেয়েছেন তিনি। চলতি বছরের গত মে ও জুলাই মাসেও তিনি জেলার শ্রেষ্ঠ এসআই হয়েছিলেন। অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সকল থানার ওসি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া সদর সার্কেলের সহ:পুলিশ সুপার রোকসানা ইসলাম। উল্লেখ্য, শাজাহানপুর থানার এসআই জাহাঙ্গীর কবির ইতিমধ্যে চোরাই মোটর সাইকেল উদ্ধার, আন্ত:জেলা চোর চক্রের সদস্য গ্রেফতার, সোনার নৌকা বলে বিক্রি করা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার করাসহ একাধিক গূরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করেছেন।