Logo




বগুড়ার শ্রেষ্ঠ এসআই হলেন শাজাহানপুর থানার জাহাঙ্গীর কবির

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮

বগুড়ার শ্রেষ্ঠ এসআই হলেন শাজাহানপুর থানার জাহাঙ্গীর কবির

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআইয়ের(নভেম্বর-২০১৮) পুরস্কার পেয়েছেন শাজাহানপুর থানার জাহাঙ্গীর কবির। আজ মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে চৌকস কার্য সম্পাদন ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়েছে। পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম তাকে এই সম্মাননা স্মারক প্রদান করেন। এ নিয়ে জেলায় তিনবারের শ্রেষ্ঠ এসআইয়ের পুরস্কার পেয়েছেন তিনি। চলতি বছরের গত মে ও জুলাই মাসেও তিনি জেলার শ্রেষ্ঠ এসআই হয়েছিলেন। অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সকল থানার ওসি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া সদর সার্কেলের সহ:পুলিশ সুপার রোকসানা ইসলাম। উল্লেখ্য, শাজাহানপুর থানার এসআই জাহাঙ্গীর কবির ইতিমধ্যে চোরাই মোটর সাইকেল উদ্ধার, আন্ত:জেলা চোর চক্রের সদস্য গ্রেফতার, সোনার নৌকা বলে বিক্রি করা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার করাসহ একাধিক গূরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করেছেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com