Logo




শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচন ও বিএনপিনেতা আবুল বাশার

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯

স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ নিয়ে সরগরম বগুড়ার শাজাহানপুর উপজেলা। পুরো উপজেলা জুড়েই চলছে দিনভর নির্বাচনী আলোচনা। মাঠ চষে বেড়াচ্ছেন সরকার দলীয় মনোনয়ন প্রার্থীরা । তবে মাঠে নেই বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। তারা দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছেন। দলের প্রয়োজনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাশার। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। ২০০৮ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি। ব্যাপক জনপ্রিয় এই বিএনপি নেতা দলীয় সমর্থন পেলে নিশ্চিতভাবেই বিজয়ী হবেন এমনটাই আশা করছেন উপজেলার বিএনপির নেতা-কর্মিরা। উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। দলীয় সকল কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছেন তিনি। সর্বাবস্থায় নেতা কর্মীদের পাশে থাকায় তার জনপ্রিয়তা বেশি। উপজেলা পর্যায়ের তৃর্ণমূল নেতা-কর্মিদের সঙ্গে রয়েছে তার গভীর সখ্যতা। তাদের যে কোন প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন তিনি। দলের প্রয়োজনে তার সঠিক সিদ্ধান্ত ও কার্যক্রম তাকে এই জনপ্রিয়তা এনে দিয়েছে। নেতাকর্মিদের মাঝে যুগিয়ে যাচ্ছেন তিনি টিকে থাকার প্রেরণা, দিচ্ছেন আশা-ভরসা আর দেখাচ্ছেন আগামীর নতুন দিনের স্বপ্ন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকাকালীন তৎকালীন সময়ে উন্নয়নে ছিলো তার ব্যাপক অবদান। উপজেলার রাস্তা, ঘাট,স্কুল কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসায় রয়েছে তার উন্নয়নের ছোঁয়া। উপজেলা বিএনপির ত্যাগী এই নেতা জানিয়েছেন, ‘উপজেলা পরিষদ নির্বাচন দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কেন্দ্রের সিদ্ধান্তে আমরা নির্বাচনে অংশ নিলে , সেত্রেক্ষে দলীয় মনোনয়ন পেলে আমি নির্বাচন করবো।’

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com