Logo




‘পুলিশ সেবা সপ্তাহ’ উপলক্ষে শাজাহানপুরে শোভাযাত্রা

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

স্টাফ রিপোর্টার: পুলিশের সেবা সম্পর্কে জনগণকে অবহিত করতে ও পুলিশ সেবা পাওয়া সহজ করার লক্ষ্যে সারা দেশের ন্যায় বগুড়ার শাজাহানপুরে ‘পুলিশ সেবা সপ্তাহ’-২০১৯ শুরু হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়াবন্দর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে ফিরে আসে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছা. ফুয়ারা খাতুন, থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম আজাদ, উপ-পরিদর্শক(এসআই) রুম্মান হাসান, সুশান্ত কুমার সাহা, রামজীবন ভৌমিক, শাহজাহান, নূর ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সম্পাদক সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রঞ্জু প্রমুখ। উল্লেখ্য, গতকাল রোববার থেকে পুলিশ সেবা পাওয়া সহজ করার লক্ষ্যে সারাদেশে শুরু হয়েছে ‘পুলিশ সেবা সপ্তাহ’। আগামী ২ ফেব্রুয়ারী পর্যন্ত এ সেবা সপ্তাহ চলবে। এই সেবা সপ্তাহের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিটি পুলিশ ইউনিটে শোভাযাত্রা, পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কে প্রচারণা, পোস্টার, ব্যানার, ফেস্টুন, লিফলেট বিতরণ, পুলিশের বিগত বছরগুলোতে অর্জিত সাফল্য ও পুলিশি সেবা প্রদর্শন কার্যক্রম। এছাড়াও বিডি পুলিশ হেল্পলাইন, জাতীয় জরুরী সেবা ৯৯৯-এর মাধ্যমে সেবা প্রাপ্তি, আইজিপি কমপ্লেইন সেল, নারী ও শিশু বান্ধব পুলিশিং ইত্যাদি সম্পর্কে জনগণকে অবহিত করা।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com