Logo




শাজাহানপুরে গাঁজা উদ্ধার কুমিল্লায় আসামী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯

স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের অভিযানে কুমিল্লা থেকে গ্রেফতার হয়েছে এক’শ কেজি গাঁজাবহনকারী প্রাইভেটকার চালক জাকারিয়া হোসেন শামীম ওরফে জাকির হোসেন(২৭)। গতকাল শুক্রবার ভোর রাতে তাকে কুমিল্লার ময়নামতি নাজিরাবাজার থেকে গ্রেপ্তার করা হয়। সে কুমিল্লার চান্দিনা উপজেলার পাওই মধ্যেপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র। প্রায় ৬ মাস পূর্বে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকায় দূর্ঘটনা কবলতি একটি প্রাইভেটকার তল্লাসি করে এক’শ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এর পর থেকেই প্রাইভেটকার চালক পলাতক ছিলেন এবং প্রাইভেটকারটি জব্দ রয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আসামী করে থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছিলো। শাজাহানপুর থানার এসআই সুশান্ত কুমার সাহা জানান, টানা চারদিন অভিযান চালিয়ে প্রাইভেটকার চালক জাকারিয়া হোসেন শামীম ওরফে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানাগেছে সে দীর্ঘদিন যাবৎ মাদক বহন করে আসছে। গতকাল শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com