স্টাফ রিপোর্টার: আজ রোববার দুপুরে বগুড়ার শাজাহানপুরের ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় ট্যাংক লরির ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত ও একজন আহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার সোনাইদিঘি গ্রামের মো. মোজাম’র পুত্র ভ্যানচালক ফজলু(৩৫) একই গ্রামের মো. এফাজ উদ্দিনের পুত্র ভ্যানযাত্রী জহুরুল(৩৭) এবং আহত ভ্যানযাত্রী হলেন ওই গ্রামের মো. জামাদ আলীর পুত্র রাজীব(৬৫)।
শাজাহানপুর থানার এসআই সুশান্ত কুমার সাহা জানান, যাত্রীবাহী ভ্যান নয়মাইল এলাকায় মহাসড়ক পারপারের সময় বাঘাবাড়ি থেকে দিনাজপুরগামী ট্যাংক লরি ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে। এতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় দুইজন মারা গেছে। আহত ব্যাক্তি চিকিৎসাধীন রয়েছেন। ট্যাংক লরি ও এর চালক আটক রয়েছে।