শরীফুল ইসলাম পান্না, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি: সোমবার বিকেলে বগুড়ার শাজাহানপুরে মানকদিপা গ্রামে ‘মানিক দিপা চারমাথা বাজার একতা সংসদ’ নামে একটি সংগঠনের উদ্বোধন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এই সংগঠনটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন সান্নু। বিশেষ অতিথি ছিলেন, আড়িয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং বর্ডির সভাপতি ইনছান আলী। আড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আল-আমিন, উপজেলা যুবলীগনেতা শাহাদৎ হোসেন, ছাত্রলীগনেতা শরীফুল ইসলাম জীবন প্রমুখ।