বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বেতগাড়িতে অবস্থিত হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করেছে। সকাল ৯ টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের বেতগাড়ি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তাদের উল্লেখযোগ্য দাবী গুলো হলো, অতিদ্রুত ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন, ইউনানী ও আয়ুবের্দিক চিকিৎসা পদ্ধতি আইন দ্রুত প্রনয়ণ, বি.ইউ.এম.এস ও বি.এ.এম.এস ডাক্তারদের রাজস্বখাতে নিয়োগ ব্যবস্থা করা, সরকারি ইউনানী ও আয়ুবের্দিক মেডিকেল কলেজকে মেডিসিন ফ্যাকাল্টিতে হস্তান্তর, রাজস্ব ও প্রকল্পের চাকুরী অতিদ্রুত বাস্তবায়ন ও ইন্টার্নী ভাতা অতিদ্রুত বৃদ্ধিকরণ। এই মানবন্ধনটিতে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির শিক্ষার্থী মো. ছামিউল ইসলাম বাপ্পি, মো. আবদুল্লাহ প্রামাণিক, ইব্রাহীম পারভেজ, শাহরিয়ার আহমেদ সৌরভ, মমতা হেনা জেমি, সাবেহা আক্তারসহ অন্যান্য শিক্ষার্থীরা।