স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মিজানুর রহমান(৩৫)নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। রোববার বিকেল চারটার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বীরগ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি উপজেলার খরনা ইউনিয়নের কালুদম গ্রামের শাজাহান আলীর পুত্র। পেশায় তিনি সবজি বিক্রেতা ছিলেন।
নিহতের বড়ভাই মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, মিজানুর বাড়ি থেকে বের হয়ে ভ্যানে করে বীরগ্রাম বাজার এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে নাটোর থেকে বগুড়াগামী একটি ট্রাকের পিছন থেকে ধাক্কায় সে ভ্যান থেকে পড়ে গিয়ে ওই ট্রাকের চাকায় পৃষ্ট হয়। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আজিজ মন্ডল নিহতের পরিচয় ও মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।