বগুড়ায় মোটরসাইকেল শোভাযাত্রা ও কেক কাটার মাধ্যমে পালিত হলো ইয়ামাহা রাইডারর্স ক্লাব বগুড়ার প্রথম বর্ষপূর্তি। সোমবার বিকেলে শহরের মিলা’স কুজিন নামক এক রেষ্টুরেন্টে কেক কাটার মাধ্যমে পালিত করেন প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান, এর আগে তারা শহরের সূত্রপুর এলাকা থেকে এক মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করে, মোটরসাইকেল শোভাযাত্রাটি শহরের খান্দার এলাকা হয়ে সাতমাথা হয়ে জলেশ্বরীতলা এসে শেষ হয়৷