অনলাইন ডেস্ক: দেশে মোটরসাইকেল কেনার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এখন থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেনা যাবে না মোটরসাইকেল। বিআরটিএ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতিরেকে কোনও ক্রেতার নামে রেজিস্ট্রেশন দেয়া হবে না।
মোটরসাইকেল ক্রেতা প্রতিষ্ঠান হলে সে ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের যিনি ব্যবহারকারী তার নামে বরাদ্দপত্র ও শিক্ষানবিশ লাইসেন্স থাকা সাপেক্ষে মোটরসাইকেল ক্রয় বিক্রিয় ও রেজিস্ট্রেশন করা যাবে।