বগুড়া সারিয়াকান্দি উপজেলার ১ হাজার বন্যা দূর্গত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এসিআই মোটর এর সহযোগিতায় ও ইয়ামাহা রাইডার্স ক্লাবের আয়োজনে সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার বন্যা দূর্গত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি আব্দুল মান্নান মাননীয় সংসদ সদস্য বগুড়া -১, এসিআই মটরস এর জেনারেল ম্যানেজার খারুল আহসান, এ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার শামিম হোসেন, ইয়ামাহা ডিলার (বগুড়া জেলা) মানিক আলি, সিনিয়র ট্রিরটরি ম্যানেজার ইয়ামাহা তাহরিম জাফর জিসান, সার্ভিস ইন্জিনিয়ার উত্তম কুমার, ইয়ামাহা রাইডারর্স ক্লাব বগুড়া এডমিন নাঈম ইসলাম, আব্দুল্লাহ আল মমিন সহ আরো অনেকেই