দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও আমার বাড়ি আমার খামার প্রকল্পের মাঠ সহকারী অসীম কুমার দাসের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এম, সরওয়ার খান, যুব উন্নয়ন কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার প্রদ্যুৎ কান্তি বসাক, যুব প্রশিক্ষণপ্রাপ্তদের পক্ষে আকরাম হোসেন, শাহিনা আক্তার প্রমুখ। শেষে ১৫জন যুব প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে ৬লাখ ৫০হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়।