মোকছেদ আলী বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, ক্ষমতালিপ্সু জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদদে মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালী জাতির নেতৃত্ব শূন্য করতে ৪২ বছর আগে ১৫ আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ৩রা নভেম্বর জাতীয় ৪ নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়। তিনি বলেন, বাংলাদেশের কাংখিত উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আত্মনিয়োগ করেছেন তখনই স্বাধীনতা বিরোধীরা দেশী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে এই কলংকজনক হত্যাকান্ড চালায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতা ও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, তেমনি বঙ্গবন্ধুর খুনি ও জেল হত্যাকারিদের বিচারের মাধ্যমে জাতি কলংকমুক্ত হবে। যেসব হত্যাকারি বিদেশে পালিয়েছে তাদের দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের আওতায় আনা হবে। তিনি আজ রোববার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে জাতীয় ৪ নেতার স্মরণে জেল হত্যা দিবস উপলক্ষে এক সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল গফুর মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন সহ অন্যরা বক্তব্য রাখেন। পরে ডেপুটি স্পীকার সাঘাটা উপজেলায় জেল হত্যা দিবসের আলোচনা সভায় যোগদেন। সেখানে উপজেরা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন সহ জেলা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।