আকাশ বগুড়াঃ শনিবার বগুড়ার গোকুল ইউনিয়নের বাঘোপাড়া খোলার ঘর নামক স্থানে ৩ ছিনতাইকারী স্থানীয় লোকজন আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। টিএমএসএস এ চাকুরীরত শিবগঞ্জের দেউলি ইউনিয়নের লক্ষিকোলা দহ পাড়া গ্রামের মৃত হাফিজারের পুত্র শহিদুল ইসলাম এর পথ রোধ করে তার কাছে থাকা ১৬ হাজার টাকা ছিনতাই করে। ছিনতাইকারীরা হলো চেলোপাড়ার মৃত মুনজিলের পুত্র খোকন ব্যাপারী (৩৭), জিল্লারের পুত্র বেলাল হোসেন (৪৫) ও মৃত সাদুর পুত্র লিটন (৪২)। থানা পুলিশ তাদেরকে আটক করো থানায় নিয়ে যায়।