Logo




খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

ডেস্ক নিউজ
আপডেট করা হয়েছে : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
ছবি: সংগৃহীত

দেশের শিল্প গ্রুপগুলোর পেঁয়াজ আমদানির খবরে চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। মাত্র দু’দিনের ব্যবধানে কেজিতে কমেছে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দল খাতুনগঞ্জ বাজার পরিদর্শন করে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে বিক্রির নির্দেশ দিয়েছে।স্থির হতে শুরু করেছে অস্থির পেঁয়াজের বাজার। পেঁয়াজের ঝাঁঝ কমে চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজারে। মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকায়। যা ছিলো এক’শো ১৫ থেকে ১শ ২০ টাকা। আবার একটু নিম্নমানের দাম ৬০ থেকে ৭৫ টাকা।
সরবরাহ না বাড়িয়ে নানা পরিকল্পনা নিয়েও এতদিন কমানো যায়নি বাজার। বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আনার খবরে এখন কমতে শুরু করেছে দাম। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দল খাতুনগঞ্জ পরিদর্শন করে বাজার কমানোর ইঙ্গিত দেন।
দেশের বাজার নিয়ন্ত্রণ করা খাতুনগঞ্জে প্রতিদিন ৮’শো থেকে এক হাজার মেট্রিক টন নামছে মিয়ানমারের পেঁয়াজ। বন্দর দিয়েও আসছে মিশর ও চীনের পেঁয়াজ।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com