এম এস মাহবুব মহাস্থান থেকে বগুড়া সদর গোকুল উত্তরপাড়া হয়রত বোরহান উদ্দিন (রহঃ) মাজার সংলগ্ন লতিফুন্নেছা ইসলামী ধর্মীয় মাঠে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়! উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ দলিল উদ্দিন দুলু। মাহফিলে প্রধান অতিথি বক্তব্য রাখেন গোকুল ইউ পি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। এসময় তিনি বলেন, পরকালের শান্তি ও আখিরাতের মুক্তি পেতে হলে সকলকে দলমত নির্বিশেষ কোরআনের ছায়াতলে আসতে হবে। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন, আলহাজ্ব মুফতী মাওঃ বজলুর রশিদ মিঞা, পাঁচপীর,কাহালু, বগুড়া। দ্বিতীয় বক্তা হিসাবে তাফসির পেশ করেন, হাফেজ মাওঃ মুহাম্মাদ মামুনুর রশিদ। খতিব, দক্ষিণ গোদার পাড়া জামে মসজিদ, চারমাথা, বগুড়া! বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম পরিচালক,পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া। মোঃ গোলাম সারয়ার মিলন সহসভাপতি সদর উপজেলা ছাত্রলীগ। মোঃ কোরবান আলী, অধ্যাপক মহাস্থান মাহী সওয়ার ডিগ্রী কলেজ। মোঃ আইয়ুব খান, ইউ,পি সদস্য গোকুল। মোঃ এমদাদুল হক দুলাল, ইউ,পি সদস্য গোকুল। মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী। মোঃ আব্দুল বাছেদ, সভাপতি, বায়তুস ছালাম জামে মসজিদ, গোকুল উত্তর পাড়া। আলহাজ্ব মোঃ শাহজাহান আলী, বিশিষ্ট ব্যবসায়ী! মাহফিল পরিচালনা করেন, সৈয়দ আব্দুর রহিম সাজু, সাধারণ সম্পাদক মহাস্থান পেশ ক্লাব ও পরিচালক মহাস্থান ইকরা মডেল কে’জি স্কুল। এসময় মাহফিলে আরো উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ মুসলিগণ! মাহফিলের আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়!