নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চারতলা একটি ভবন হেলে পড়েছে। এতে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩ জন। ভবনে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসকর্মীরা।
রোববার বিকেলে ভবনটি হেলে পড়ে। প্রাথমিকভাবে নিহত শিশুর পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বাবুরাইল এলাকায় একটি খালের উপর ভবনটি হেলে পড়ে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ভবনের ভেতরে আরো কয়েকজন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, বিকেল ৪টায় হঠাৎ করে চারতলা নির্মাণাধীন একটি ভবন হেলে পড়ে। এতে একজন নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করেছে।