Logo




ভবন হেলে পড়ে শিশুর মৃত্যু, আটকাপড়াদের উদ্ধার কাজ চলছে

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চারতলা একটি ভবন হেলে পড়েছে। এতে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩ জন। ভবনে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসকর্মীরা।
রোববার  বিকেলে ভবনটি হেলে পড়ে। প্রাথমিকভাবে নিহত শিশুর পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বাবুরাইল এলাকায় একটি খালের উপর ভবনটি হেলে পড়ে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ভবনের ভেতরে আরো কয়েকজন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, বিকেল ৪টায় হঠাৎ করে চারতলা নির্মাণাধীন একটি ভবন হেলে পড়ে। এতে একজন নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করেছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com