Logo




সাকিবের শাস্তি কমাতে বিসিবি উদ্যোগ নিলে হিতে বিপরীত হতে পারে

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের শাস্তি কমানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছুই করার নেই বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তবে সাকিব নিজে উদ্যোগ নিলে বিসিবি তাকে সহযোগিতা করবে।বুধবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নাজমুল হাসান পাপন।বিসিবি সাকিবের ব্যাপারে আদৌ কিছু করণীয় আছে কি না সে সম্পর্কে পাপন বলেন, ‘সাকিবের বিষয়ে আসলে বিসিবির আর কিছু করার নেই। বিসিবি চাইলে আর উদ্যোগী হলেও শাস্তি কমানো সম্ভব নয় বরং হিতে বিপরীত হতে পারে।’যদিও আগেই সংবাদ প্রকাশ হয়েছিল, সাকিবের শাস্তি কমানোর বিষয়ে আইনি পরামর্শ নেবে বিসিবি। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, সাকিবের ইস্যুতে বোর্ডের করণীয় খুব সীমিত হলেও, যথাসম্ভব চেষ্টা করবেন তারা।উল্লেখ্য, জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রাখার অভিযোগে দুই বছরে নিষেধাজ্ঞা পান সাকিব। যদিও আকসু কাছে নিজের দোষ স্বীকার করায় একবছরে সাজা কমানো হয়েছে। ২০২০ সালে ২৯ অক্টোবর সাকিব আবারও মাঠে ফিরবেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com