Logo




গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২৫ জন

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

 স্টাফ রিপোটার : গাইবান্ধার পলাশবাড়ীতে কোচ ও লেগুনা মুখোমুখি এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় লেগুনা চালক কলেজছাত্র আরিফ (২০) ঘটনাস্থলেই নিহত এবং আহত হয়েছেন অন্ততঃ আরো ২৫ যাত্রী। পৌরশহরের রংপুর-বগুড়া মহাসড়কের মহেশপুর নামক স্থানে শুক্রবার সকালে  এ দূর্ঘটনাটি ঘটে।  প্রত্যক্ষদর্শি ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ধাপেরহাট থেকে পলাশবাড়ী গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে আসা লেগুনা এবং ঢাকা থেকে রংপুর অভিমুখি হানিফ পরিবহনের কোচটি ওইস্থানে মুখোমুখি সংঘর্ষে সড়ক দূর্ঘটনা ঘটে। লেগুনা চালক আরিফ(২০) সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিঁলকপাড়া গ্রামের সনজু মিয়া ড্রাইভারের একমাত্র ছেলে। সে পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের একাদ্শ শ্রেণির নিয়মিত ছাত্র বলে জানা যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই শাহ আলমের নেতৃত্বে একটি পুলিষ টীম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দূর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশবাড়ী, পার্শ্ববর্তী পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত আহতদের প্রাথমিক কোন পরিচয় জানা যায়নি। দূর্ঘটনা কবলিত লেগুনা ও কোচ উদ্ধার তৎপরতা চলছে। পুলিশ জানায় হানিফ পরিবহন কোচটির চালক আকস্মিক তার লেন পরিবর্তন করায় সড়ক দূর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com