পঞ্চগড়ের মাগুরমাড়ি চৌরাস্তায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের ৭ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরেকজন। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মাগুরমারি চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।