নোয়াখালীর সুবর্ণচরে প্রায় ৫০ জন বরযাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় খাসেরহাট বাজার সংলগ্ন কালু হাজীর পুকুরে পড়ে যায় বাসটি। তবে বর-কনেবাহী গাড়িটি নিরাপদে বাড়িতে পৌঁছায়। উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানায়, বিয়ের কার্যসম্পন্ন করে হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে সুবর্ণচরের চর ওয়াপাদার উদ্দেশে বরযাত্রীবাহী বাসটি ছেড়ে আসে। বাসটি চরজব্বর-চেয়ারম্যানঘাট সড়কের কালু হাজীর বাড়ি এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের পুকুরে পড়ে যায়।এতে বাসে থাকা অন্তত ৫০ যাত্রী কমবেশি আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয় একটি সূত্র জানায়, এ ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে।চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, এখনো উদ্ধার কাজ চলছে।