ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় লাভ করে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিলো ১৭ কোটি মানুষ। যদি দ্বিতীয় ম্যাচে রাজকোটে রিয়াদ বাহিনীকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফেরে স্বাগতিতরা। তাই-তো নাগপুরে ম্যাচটি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী ম্যাচ। সেই অলিলিখত ফাইনালে ৩০ রানে হেরে যায় বাংলাদেশ।ভারতের দেওয়া ১৭৫ রানে টার্গেটে খেলতে নেমে বিপাকে টাইগাররা। ৯ রানে ফিরে যান লিটন দাস। সৌম্যও ফিরেন শূন্য রানে।
এরপর অবশ্যই মোহাম্মদ নাঈম ও মিথুনের ব্যাটে জয়ে সম্ভাবনা তৈরি করে। ২৭ রানে মিথুন ফিরে গেলে বড় ধাক্কা পায় বাংলাদেশ। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি মুশফিক-রিয়াদ-আফিফরা। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ১৪৪ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
তবে, এদের মধ্যে ৮১ রানে অনবদ্য ইনিংস খেলেন তরুণ ওপেনার নাঈম।
স্কোর : ১৩৩-৭ (১৭.২)
লিটন দাস ৯ (৮)
মোহাম্মদ নাঈম ৮১ (৪৮)
সৌম্য সরকার ০ (১)
মোহাম্মদ মিথুন ২৭ (২৮)
মুশফিকুর রহিম ০ (১)
মাহমুদুল্লাহ রিয়াদ ৮ (১০)
আফিফ হোসেন ০ (১)
আমিনুল ইসলাম বিপ্লব ১ (৩)
শাফিউল ইসলাম ৪ (৬)
মোস্তাফিজুর রহমান
বোলার
খলীল আহমদে ৪-০-২৭-০
ওয়াশিংটন সুন্দর ৪-০-৩৪-০
দ্বিপক চাহার ৩.২-০-৭-৬
যুবেন্দ্র চাহাল ৪-০-৪৩-০
শিবাম দুবে ৪-০-৩০-৩
স্কোর:
ভারত ১৭৪/৫ (২০)
রোহিত ২
শিখর ১৯
রাহুল ৫২
শ্রেয়াস ৬২
পান্থ ৬
মনিশ ২২*
শিভম ৯*
বোলার:
আল আমিন ৪-০-২২-১
শফিউল ৪-১-৩২-২
মোস্তাফিজ ৪-০-৪২-০
আমিনুল ইসলাম ৩-০-২৯-০
সৌম্য সরকার ৪-০-২৯-২
আফিফ হোসেন ১-০-২০-০