এস আই সুমনঃ মহাস্থান থেকে: মঙ্গলবার বিকালে বগুড়া সদরের গোকুলে অনুমতি না নিয়ে করতোয়া নদী ভরাট করারর চেস্টার সময় রোড এন্ড হাইওয়ের সিক্স লেনের কাজের জন্য বীট বালু তোলার জন্য রাস্তা তৈরি করার সময় ২ টি কাটার মেশিন সহ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৩ জনকে থানায় নিয়ে যায়। জানা গেছে, মনিকো লিঃ এর অধিনে সিক্স লেনের কাজের জন্য রাস্তায় বিট বালু সরবরাহের জন্য মঙ্গলবার দুপুরে বগুড়া সদরের গোকুল উত্তর পাড়া রংপুর বগুড়া মহাসড়কের ওজন নিয়ন্ত্রন কেন্দ্রের সামনে করতোয়া নদী সংলগ্ন জমি কেটে করতোয়া নদীতে বাঁধ দিয়ে নদীর পূর্ব পাশ থেকে বিট বালু উত্তোলনের জন্য রাস্তা তৈরি করার সময় গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মাদ,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানকে তাৎক্ষনিক বিষয়টি অবহিত করেন।সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক,জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান ও তাছমিনুজ্জামান ঘটনাস্থলে আসেন। এসময় উপস্থিত ছিলেন গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ,ইউপি সদস্য জাকির হোসেন,শেখেরকোলা ইউপি সদস্য সহিদুল ইসলাম।তারা কোম্পানীর লোকের সাথে কথা বলেন এবং বিষয়টি সম্পর্কে সঠিক জবাব দিতে না পারায় সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)এসএম বদিউজ্জামানকে জানাইলে তিনি থানার এস আই নুর আলম,আর্মড পুলিশ ব্যাটালিয়ন এস আই সোলায়মান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ২ টি কাটার মেশিন ও উক্ত কোম্পানীর ৩ জনকে তাদের কাজের অনুমতির বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে যায় এবং কাটার মেশিন দুটি স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দিয়ে দেন।এব্যাপারে মনিকো লিঃ এরএডমিন অফিসার শাহজামান জানান,আমরা জেলা প্রশাসক মহোদয়ের বরাবর কাজের অনুমতির ব্যাপারে সহযোগীতার জন্য বৈধতার জন্য আবেদন করেছি।