খলিলুর রহমান আকন শিবগঞ্জ(বগুড়া)
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সেরা গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে পিইসি সমাপনী শিক্ষার্থীদের দোআ মাহফিল বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ তোফায়েল আহম্মেদ সাবু। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ তাই জাতি গঠনে কমলমতি ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষায় অধিক মেধা সম্পন্ন শিক্ষিত করে গড়ে তুলার বিকল্প নেই। তিনি আরো বলেন, অর্থ সম্পদের বিনষ্ট আছে কিন্ত মেধার বিনষ্ট নেই। তাই তিনি ছেলে-মেয়েদের আর্দশ নৈতিক শিক্ষায় মেধা সম্পন্ন করে গড়ে তোলার আহবান জানান।মোঃ রফিকুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা আ‘লীগের কার্যনীবাহি সদস্য, শিবগঞ্জ ইউনিয়ন কমিউনিটি পলিশিং সভাপতি মোঃ বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ আবু জাফর মন্ডল, গুজিয়া বালিকা স্কুল এন্ড কলেজের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ নবী নাজমুল হক তালুকদার, অধ্যক্ষ তোজাম্মেল হোসেন, গুজিয়া হাইস্কলের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সফি, অভিরামপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সভাপতি সাংবাদিক আপেল মাহমুদ, জাতীয় পুরুষ্কার প্রাপ্ত শিক্ষক শ্রী সুশান্ত কুমার।অন্যদের মধ্যে অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহিনুর রহমান, গুজিয়া গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ঠ সমাজসেবক আতিকুর রহমান সোহেল, সাজু মিয়া, আবু তাহের, আব্দুল মোমেন মুন্নু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা-পরিচালক মোঃ শাহিনুর ইসলাম শাহিন। পরে প্রধান অতিথি ২০১৮ সালে পিইসি পরীক্ষা গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করেন।