গোলাম রব্বানী শিপন, স্টাফ রিপোর্টার: বগুড়ায় ভরাবাজারে আব্দুর রহিম (৫০) নামে এক মৎস্য ব্যবসায়ীকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে বগুড়া সদর উপজেলার অদ্দিরগোলা বাজারে দূর্বৃত্তরা তাকে হত্যা করে। নিহত ব্যবসায়ী আব্দুর রহিম সদর উপজেলার চকঝপু জিগাতলা এলাকার মোজাহার আলীর পুত্র। তার একটি মাছের হ্যাচারি রয়েছে। খবর পেয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এবং জেলা গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান ও স্থানীয়রা জানান, বেলা ১০টার দিকে অদ্দিরগোলা বাজারে মোটরসাইকেলের উপর বসে কথা বলছিলেন মৎস্য ব্যবসায়ী আব্দুর রহিম। এসময় একদল দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠায়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের আটক করতে একাধিক টিম মাঠে কাজ করছে।