আকাশ বগুড়াঃ বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলা পরিষদ হলরুমে আইন শৃংঙ্খলা সংক্রান্ত ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।আইন শৃংঙ্খলা সংক্রান্ত উপজেলা কমিটি’র মাসিক সভার সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান এর পরিচালনায় উক্ত মাসিক সভার সভাপতিরবক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, কৃষি কর্মকর্তা এনামুল হক, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মন্ডল, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, নামুজা ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুন, নুনগোলা ইউপি চেয়ারম্যান আলীম উদ্দিন, গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, শেখেরকোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান আবু সালেহ নয়ন, লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাঁফতুন আহম্মেদ, রাজাপুর ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান, সদর থানা (তদন্ত) ওসি রেজাউল করিম রেজা সহ সকল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।