স্টাফ রিপোর্টার: রিকশায় ফেলে যাওয়া ২০ লাখ টাকার ব্যাগ ফেরত পেলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারের সার ব্যবসায়ী রাজীব প্রসাদ। পুলিশি তৎপরতায় এই টাকা তিনি ফেরত পেয়েছেন বলে জানান ।জানা গেছে, শুক্রবার সকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রাজীব প্রসাদ বগুড়া শহরের জলেশ্বরীতলা কালিবাড়ি মোড় থেকে রিকশায় উঠে সাতমাথায় বাস ধরার জন্য নামেন। এ সময় তিনি ভুল করে ২০ লাখ টাকাসহ একটি ব্যাগটি রিকশায় ফেলে যান। কিছুক্ষণ পর ব্যাগটির কথা মনে হলেও ততক্ষণে চালক রিকশা নিয়ে সাতমাথা থেকে চলে গেছেন। পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানান রাজীব। রিকশাচালক লাল মিয়া টাকাটা পেয়ে, সে টাকাটা নিয়ে বাড়িতে রেখে আসে। পুলিশি তৎপরতায় একটা টিম সাতমাথার সিসিটিভির ফুটেজ নিয়ে তার ছবি বের করে প্রিন্ট করে বিভিন্ন স্থানে বিলি করে। এই ছবি দেখে সাব ইন্সপেক্টর জহুরুল পরিচিত একজন তাকে সনাক্ত করে জানালে জহুরুল স্টেডিয়ামের পাশে গিয়ে তাকে আটক করে। টাকার মালিক তাকে সনাক্ত করলে সে সব স্বীকার করে এবং বাড়ি থেকে সব টাকা এনে দেয়।
পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা ও বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান পরে বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে ২০ লাখ টাকাসহ ব্যাগটি রাজীবের হাতে তুলে দেওয়া হয়।