Logo




বিএসসি নয়া মিয়া কে বিদায়ী সংবর্ধনা দিলেন সর্বস্তরের জনসাধারণ

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার :খিদির শরীফ আল ওয়াহেদী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো.নয়া মিয়া বিএসসির অবসর জনিত বিদায় উপলক্ষ্যে স্কুল পরিচালনা কমিটি, এলাকাবাসী, সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে তাকে বিদায়ী গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল টায় স্কুল প্রাঙ্গণে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক রতন কুমার বর্মণের সভাপতিত্বে, সহকারী শিক্ষক মো.জোহা সরদার ও ইমরান হোসেনের যৌথ পরিচালনায় আয়োজিত বিদায়ী গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো.মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদির শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রোকনুজ্জামান আখন্দ, শিক্ষক মো.সাইফুল ইসলাম আনসারী, বীর মুক্তিযোদ্ধা মো.আয়নাল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিদায়ী শিক্ষক মো.নয়া মিয়া একজন আদর্শবান মানুষ গড়ার কারিগর ছিলেন। তিনি শিক্ষক সমাজের অহংকার, একজন সৎ, নিষ্ঠাবান, সাদা মনের মানুষ, এ শিক্ষকের হাতে গড়া অসংখ্য শিক্ষার্থীরা আজ দেশ ও বিদেশে সাফল্যের সাথে চাকুরীসহ নানা ভাবে সুপ্রতিষ্ঠিত। খিদীর শরীফ আল ওয়াহেদী উচ্চ বিদ্যালয়ের সকল গৌরব উজ্জ্বল সাফল্য তার হাত ধরে এসেছে। প্রধান শিক্ষক বলেন, বিদায়ী শিক্ষকের শূন্যতা প্রতিষ্ঠান মর্মে মর্মে অনুভব করবে। আমার চাকরি জীবনে এরকম চৌকস ও দক্ষ শিক্ষক গণিত ও বিজ্ঞানে আমি পাইনি। আমি একজন আমার কাছের সহকর্মীকে হারালাম। মহান সৃষ্টীকতা ওনাকে দীর্ঘজীবি করুক। সহকর্মীদের মধ্য বক্তব্য রাখেন শাহজাহান মিয়া ও রনজিৎ কুমার বর্মণ এবং সুধী সমাজের মধ্য বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি জনাব মো.আলম মন্ডল, মনিরুজ্জামান প্রমানিক, কামারজানি বণিক সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ কাজী হাফিজুর রহমান, আশরাফুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক নয়া মিয়াকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, অভিভাবক, স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নানা ধরনের উপহার সামগ্রী, একাধিক সম্মাননা ক্রেস্ট, মানপত্র তুলেদেন এই আদর্শবান শিক্ষককে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com