খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা দরে। শুক্রবার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায় আর মিশর, মিয়ানমারের পেঁয়াজের দাম পড়ছে ১৯০ টাকা। দামের এ অসহনীয় অবস্থার জন্য সরবরাহ সংকটের চরম অবস্থাকে দায়ী করছেন আড়তদাররা।শ্যামবাজারের বেশিরভাগ আড়তই ফাঁকা। এরমধ্যে গতরাতে নামানো অনেক পেঁয়াজ পচে গেছে। খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজ কিনতে এসে নাভিশ্বাস ক্রেতাদের। সরবরাহ না বাড়িয়ে বাজার মনিটরিং করলে দাম আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা।