এম এস মাহবুব মহাস্থান বগুড়া সোমবার সকালে শহরের সুবিল প্রাইমারী প্রাথমিক বিদ্যালয়ে বাঙালিদের জাতির অহংকার বাংলা পরীক্ষার দিনে কেন্দ্র পরিদর্শণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, সুবিল স্কুলের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, কেন্দ্র সচিব সারিফা ফেরদৌসি, হল সুপার নুরে আক্তার বানু, সহকারী হল সুপার মিনারা আনজুমান। অত্র কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬৪৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহন করে ৬১৯ এবং অনউপস্থিত ছিল ২৯ জন।