খলিলুর রহমান আকন,বগুড়ার শিবগঞ্জে বালুকচড়া গ্রামে পরপর ৩জনকে ও আলীগ্রামের ২জনকে শিয়াল কাঁমড়ানোর খবর পাওয়া গেছে।জানা যায়,উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বালুকচড়া গ্রামে শিয়ালের কামড়ে মোবারক(৬২) মেহেরুণ(৩৫) সুমাইয়া(৫) ও আলীগ্রামের এনামুল(৩০), সাজেদা(৪০) ও মনোয়ারা(৬০) আহত হয়ে স্থানীয়ভাবে আলীগ্রামের স্বাস্থ্য সহকারী রায়হানুল হকের কাছে চিকিৎসা নিয়েছেন।শিয়ালের কাঁমড়ে আহতরা বলেন, সোমবার সন্ধায় হঠাৎ করে বাড়ির মধ্যে এসে কোন কিছু বুঝার আগেই কাঁমড় দেয়। তারা তাৎক্ষনিক ভাবে চিকিৎসা প্রদানকারী শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য সহকারী রায়হানুল ইসলাম বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, তাদের তাৎক্ষণিক ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদেরকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য বলা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।