এম এস মাহবুব: মঙ্গলবার বাদ আছর মহাস্থানে ইসলামী মানব কল্যাণ পরিষদের উদ্যোগে ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে মহাস্থান মাজার গেট থেকে এক প্রচার র্র্যালী বের হয়। ২০,২১ ও ২২ নভেম্বর বুধ,বৃহষ্পতি ও শুক্রবার প্রত্যহ বাদ মাগরিব হতে, মাহফিল শুরু হবে। প্রথম দিন সভাপতিত্ব করবেন ইসলামী মানব কল্যাণ পরিষদের সহ সভাপতি আলহাজ্ব মাঃ আমিনুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন,বগুড়া জেলা প্রশাসক মোঃ ফয়েজ আহাম্মাদ। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করবেন,আলহাজ্ব মাঃ মোস্তফা মাহবুবুল আলম। ২য় দিন সভাপতিত্ব করবেন,আলহাজ্ব আব্দুল জলিল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন,শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করবেন,আলহাজ্ব মাওঃ মোঃ আবুল হায়াত। ৩য় দিন সভাপতিত্ব করবেন,ইসলামী মানব কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব সাকওয়াত হোসেন বারীদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ এমপি। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করবেন,আলহাজ্ব ক্বারী আবুল কাসিম সরকার।