Logo




লবন গুজবের বিরুদ্ধে শিবগঞ্জে ভাইস চেয়ারম্যানের মাইকিং

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

বগুড়ার শিবগঞ্জে লবনের দাম বাড়ানোর গুজব প্রতিরোধে মাঠে নেমেছেন তরুণ রাজনীতিবিদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। এসময় তিনি নিজেই মাইকিং করে উপজেলাবাসীকে সচেতন করার চেষ্টা করেছেন। এছাড়াও তিনি তার কর্মীদের নিয়ে বিভিন্ন হাটে-বাজারে ব্যবসায়ী ও জনসাধারণের সাথে কথা বলে গুজব প্রতিরোধে ভূমিকা রেখেছেন। স্হানীয়রা বলেন, লবন গুজবের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির ও থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের পাশাপাশি ভাইস চেয়ারম্যান রাজু যে ভূমিকা রেখেছেন তা সত্যিই দৃষ্টান্ত। তারা আরও বলেন, রাজু’র মতো অন্যান্য জনপ্রতিনিধিরাও যদি এমন কাজে এগিয়ে আসেন তবে দেশটা সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। এ বিষয়ে ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু বলেন, বারবার এমন গুজব তুলে জনগণকে বিভ্রান্ত করছে একটি কুচক্রী মহল। তারা জনগণকে বিভ্রান্ত করে উন্নয়নকামী সরকারের উন্নয়নের স্রোত থামিয়ে দিতে চায়। তাই তরুণ রাজনীতিবিদ ও বঙ্গবন্ধুর আদর্শের একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে লবনের দাম বৃদ্ধির গুজবের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির দায়িত্ব কাঁধে নিয়েছি। ভবিষ্যতেও যেকোন গুজব বা অন্যায়ের বিরুদ্ধে মাঠে থাকবো।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com