গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজারে বুধবার (২০নভেম্বর) দুপুরে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় দুই শতাধিক দোকান ঘর ভষ্মিভুত হয়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জনান, দুপুর সাড়ে ১২টার দিকে আকষ্মিকভাবে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং মূহুর্তের মধ্যে তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। উপস্থিত জনতা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এবং পাশ্ববর্তী সাঘাটা থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকান্ডের সঠিক কোন কারণ জানা না গেলেও অনেকেই ধারণা করছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।