Logo




সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে-গাইবান্ধায় হুইপ

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

ওবাইদুল ইসলাম স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে কাজ করছে। সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে। কৃষকরা যাতে হয়রানি না হয় কোনো দালাল ও ফরিয়ারা সরকারের এই সুবিধা না পায় সে ব্যাপারে খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিদেশ দেন। তিনি কৃষকদের উদ্দেশ্য বলেন খাদ্য শষ্য উৎপাদনে খরচ কমাতে হবে। অতিরিক্ত সার ব্যবহার করা যাবে না। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। তিনি আরও বলেন বন্যায় যেসব কৃষকদের ক্ষতি হয়েছে তাদের পুর্নবাসন কর্মসূচির আওতায় সার বীজ সহ সরকারি ভাবে অন্যান্য সহায়তা দেয়া হবে । তিনি বুধবার (২০নভেম্বর) গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্দ্যোগে সদর উপজেলার খানকাশরিফ খাদ্য গুদামে আমন ধান সংগ্রহ অভিযান এর উদ্বোধন কালে একথা বলেন । এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির , জেলা খাদ্য নিয়ন্ত্রক মো : জহুরুল ইসলাম পৌর মেয়র এ্যাড শাহ মাসুদ জাহাঙ্গরি কবীর , জেলা আ.লীগের সাধারন সমপাদক আবু বকর সিদ্দিক, সাংগাঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফি ঝন্টু, কৃষি সম্প্রসারন বিভাগের উপপরিচালক মাসুদুর রহমান, কৃষক লীগের সাধারন সম্পাদক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা গণ। জেলায় সরকারি ভাবে ২৬ টাকা কেজি দরে চলতি আমন মৌসুমে ১৩ হাজার ৪ শ মেট্রিকটন আমন ধান সংগ্রহ করার লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে । 

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com