Logo




বগুড়ার বাজারে সবজির দাম বাড়ছে

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

দুদিন পরিবহন ধর্মঘটের পর বগুড়ার মহাস্থান পাইকারি বাজারে সবজির দাম আবারো বাড়তে শুরু করেছে। কৃষকেরা বলছেন, আজ দামও ভাল পেয়েছেন গত দুদিনের তুলনায়। বুধবার পরিবহন ধর্মঘটের দিন মহাস্থান সবজির পাইকারি বাজারে কপি, মুলা,বেগুন,লাউ,বরবটি আজকের বাজারের তুলনায় অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হন কৃষকেরা।অনেক কৃষক সবজি বিক্রি না করে আবারো ফিরিয়ে নিয়ে যান। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় সবজির ভাল দাম পেয়ে খুশি কৃষক।এক কৃষক বলেন, গত কালকের চেয়ে আজকে সবজির দাম ভালো পাচ্ছি। এবং সকাল থেকে সবজির ভালো পাচ্ছি।আরেকজন বলেন, আজকে বাজার ভালো। কপি মণ বিক্রি করছি ১৪শ টাকা দামে।ধর্মঘটের কারণে গতকাল সবজি কিনতে না পারায় আজ পাইকাররা বেশি পরিমাণ সবজি কিনেছেন। দামও ছিল বেশি। ব্যবসায়ীরা এলাকায় একটি সবজির কোল্ড স্টোরেজ স্থাপনের দাবি জানান।একজন ক্রেতা বলেন, ফুল কপি ১৪শ টাকা মণে কিনতে হচ্ছে।বাজারে আজ প্রতি কেজি ফুলকপি ৫০ টাকা, মুলা ও বেগুন ২৫ টাকা। পাতা পেঁয়াজ ৬৫ টাকা এবং লাউ প্রতিপিস ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হয়।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com