ওবাইদুল ইসলাম, স্টাফ রিপোটার : “ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে বাড়ি ফিরুন” এই পতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে গাইবান্ধায় সড়ক পরিবহন আইন ২০১৮ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬নভেম্বর) দুপুরে সরকারি কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন আইনের সচেনতামূলক আলোচনায় গাইবান্ধা সরকারী কলেজে অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখন গাইবান্ধা সরকারী কলেজের ভিসি মোঃ খলিলুর রহমান, গাইবান্ধা সদর থানা ওসি( ইনচার্জ) মোঃ মজিবুর রহমান, শিক্ষক, ট্রাফিক পুলিশের কর্মকর্তাসহ শিক্ষার্থী বৃন্ধ। প্রধান অতিথির বক্তব্যবে পুলিশ সুপার বলেন, সড়ক পরিবহন আইনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিক ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অব্যহত থাকবে। অন্য বক্তারা সড়ক পরিবহন আইন ও ট্রাফিক আইনের বিভিন্ন দিক গুলো তুলে ধরেন। ট্রাফিক আইন মেনে চললে সকলেই দুঘর্টনা সহ জীবনের মারাতœক ক্ষতি হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।তাই দেশের প্রচলিত পরিবহন ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।