এম এস মাহবুব মহাস্থান থেকে বৃহস্পতিবার বগুড়া সদরে গোকুল দক্ষিণপাড়া (বিশ্বরোড সংলগ্ন) বায়তুল মামুর জামে মসজিদের উদ্যােগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল সভাপতিত্ব করেন, মোতাহার হোসেন, সভাপতি,গোকুন দক্ষিণপাড়া বায়তুল মামুর জামে মসজিদ। মাহফিলে সহসভাপতিত্ব করেন, জনাব মাওলানা মোঃ মিজানুর রহমান,সহসভাপতি গোকুন দক্ষিণপাড়া বায়তুল মামুর জামে মসজিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এবিএম মিলন, মোঃ জাকারিয়া পবন, মোঃ জাহিদুল রহমান, মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহিন মিয়া, মোঃ রুবেল হোসেন, মোঃ ফুয়াদ হাসান, মোঃ সাইদী, মোঃ রাব্বি হাসান, মোঃ মনি, মোঃ হাসান আলী। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন, বেতার ও টিভি আলোচ হযরত মাওঃ মুফতী মোঃ আনসারুল হক ইমরান,(ব্রাক্ষণবাড়িয়া) শিক্ষক,বড়কাটরা মাদরাসা ঢাকা। ২য় বক্তা হিসাবে তাফসির পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাচ্ছিরে কোরআন হযরত মাওঃ মোঃ আব্দুর রশীদ ফারুকী, উত্তর বগুড়া। মাহফিল সার্বিকভাবে পরিচালনা করেন, মোঃ সামিউল ইসলাম লিছান। এসময় মাহফিলে আরো উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ মুসলিগণ! মাহফিলে আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়!