এস আই সুমনঃ মহাস্থান
শনিবার বাদ জোহর বগুড়ার গড় মহাস্থান দক্ষিণ পাড়া শারমিন চাইল্ড এডুকেশন স্কুলে ক্লাস উদ্বোধন উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়।
মহাস্থান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ( অব:) প্রধান শিক্ষক আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি ও অত্র স্কুলের অধ্যক্ষ সাইদুর রহমান সাজুর পরিচালনায় স্কুলের সার্বিক মঙ্গল ও উন্নতি কামনা করে দোয় পরিচালনা করেন মথুরা মাদ্রাসা মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ নাজমুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন গড় মহাস্থান দক্ষিণ পাড়া ওয়াক্তিয়া মসজিদের ইমাম মাওঃ বাবলু মন্ডল, মথুরা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওঃ বেলাল হোসাইন, প্রভাষক তোফাজ্জল হোসেন, সাংবাদিক আতিকুর রহমান মিন্টু খান, মহাস্থান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস আই সুমন, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিটু, যুগ্ন সম্পাদক গোলাম রব্বানী শিপন,শহিদুল ইসলাম আকাশ, আব্দুল হান্নান, আব্দুল জলিল,খলিলুর রহমান, আজিজার রহমান, মুনছুর আলী, বুলু মিয়া, আব্দুস সামাদ,হেলাল, জামাল,শাহিনুর, সিদ্দিক, বাবুল্লাহ, আরাফাত রহমান রাফি, সাব্বির হোসেন হাসান, শুভ, সাদিয়া, লিমি, ভাইস প্রেন্সিপাল শারমিন আকতার, সহকারী শিক্ষক আফরুজা খাতুন, তহমিনা খাতুন, নিপা খাতুন, রেশমি আকতার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।